ঢাকা (রাত ৪:৫৪) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কু‌ড়িগ্রাম প্রেসক্লা‌বের সভাপ‌তি ও সম্পাদক‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা প্রদান

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock সোমবার ১২:৫৮, ১৪ মার্চ, ২০২২

কু‌ড়িগ্রাম প্রেসক্লা‌বের নব‌নির্বা‌চিত সভাপ‌তি জনকণ্ঠ ও একাত্তর টি‌ভির জেলা প্রতি‌নি‌ধি রাজু মোস্তা‌ফিজ, সাধারণ সম্পাদক কা‌লের কণ্ঠ ও ই‌ন্ডি‌পেন্ডেন্ট‌ টি‌ভির জেলা প্রতি‌নি‌ধি আব্দুল খা‌লেক ফারুককে ফু‌লেল শুভেচ্ছা জানা‌নো হ‌য়ে‌ছে।

র‌বিবার সন্ধ‌্যায় ‌কু‌ড়িগ্রাম প্রেসক্লা‌বের হলরু‌মে কা‌লের কণ্ঠর উ‌লিপুর প্রতি‌নি‌ধি রোকনুজ্জামান মানু, ভো‌রের পাতার উ‌লিপুর প্রতি‌নি‌ধি আব্দুল মা‌লেক ও প্রতি‌দি‌নের সংবাদের উ‌লিপুর প্রতি‌নি‌ধি সাজাদুল ইসলাম সাজু ফু‌লেল শু‌ভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছি‌লেন, কু‌ড়িগ্রাম প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি অ‌্যাড. আহসান হা‌বিব নিলু, নব‌নির্বা‌চিত ক‌মি‌টির দপ্তর সম্পাদক গোলাম মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহ‌মেদ, কার্যক‌রী সদস‌্য ফজ‌লে এলাহী স্বপন।

এছাড়াও নব‌নির্বা‌চিত ক‌মি‌টির সকল‌কে শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন জানা‌নো হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT