ঢাকা (বিকাল ৩:১০) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কিশোরগঞ্জে তাইজুল হত্যাকারীদের ফাঁসি দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বৃহস্পতিবার বেলা ১২:৫৩, ৪ জুন, ২০২০

রায়হান জামান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের ইছাপশর গ্রামে পূর্ব বিরোধের জেরে তাইজুল ইসলাম (৪২) নামের এক হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী এলাকাবাসী। বুধবার (৩জুন) উপজেলার সদর বাজারে তাইজুল ইসলামের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে ও পরে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সাংসদ সদস্য এ্যাড. মুজিবুল হক চুন্নু সাহেবের কাছে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। গত সোমবার (১৮মে) পূর্ব বিরোধের জেরে কিছু সংখ্যক সন্ত্রাসী তাইজুল ইসলাম (৪২) কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তাইজুল ইসলাম উপজেলার জাওয়ার ইউনিয়নের ইছাপশর গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে তাইজুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিহত তাইজুল ইসলামের ভাই আল আমিন বাদী হয়ে ১৭ জনকে আসামী করে গত মঙ্গলবার (১৯ মে) তাড়াইল থানায় একটি মামলা দায়ের করে। মামলার প্রধান আসামীসহ ৬ জনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, মো. শরীফ মিয়া, মো. জালাল মিয়া, মো. গেণু মিয়া, মো. সুমন মিয়া, ইমন মিয়া ও শাহজাহান মিয়া। অন্য আসামীরা হল, ইছাপশর গ্রামের মো. তারিফ মিয়া, আরিফ মিয়া, রামিম মিয়া, আবদুর রহিম মিয়া, আ. করিম মিয়া, মো. রুবেল মিয়া, জামাল মিয়া, হাবিবুর রহমান, মুজিবুর রহমান, খোরশেদ আলম মানু, ও বোরগাঁও গ্রামের ইউসুফ মিয়া। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, নিহত তাইজুল ইসলামের হত্যাকারী ১৭ জন আসামি থেকে প্রধান আসামীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। মিছিলে উপস্থিত কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসেনর সাংসদ সদস্য এ্যাড. মুজিবুল হক চুন্নু বলেন, নিহত তাইজুল ইসলামের হত্যাকারীর ১৭ জন আসামি থেকে প্রধান আসামীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের জন্য তাড়াইল থানা ওসি সাহেবের সাথে কথা বলেছি বাকিদের যেন দ্রুত গ্রেফতার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান, এমপির ব্যাক্তিগত এপিএস আমিরুল ইসলাম খান বাবলু, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন, জাতীয় যুব সমাজ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল আলম রুবেল ও জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক রাজু শিকদার প্রমূখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT