কালীগঞ্জে র্যাব কর্তৃক বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার সন্ধ্যা ০৭:০২, ২০ আগস্ট, ২০১৯
ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : জেলার কালীগঞ্জে র্যাবের অভিযানে এক হাজার চারশো (১৪০০) পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। র্যাবের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত।
গতকাল সোমবার, ১৯ আগষ্ট সন্ধ্যায় গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার তাদের কালীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। পরে পুলিশ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠায়।
রংপুর র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) খন্দকার গোলাম মোর্তুজা আজ সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মৃত ধর্ম নারায়ণের ছেলে ত্রিদীব রায় দোলন (৩৩) ও একই উপজেলার হররাম গ্রামের নূর মোহাম্মদের ছেলে আসাদুল হক বাদল (২২) এবং আদিতমারী উপজেলার চরিতাবাড়ি গ্রামের তোতা মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২১)।
র্যাব এর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, পৃথক দুটি অভিযানে দোলনের কাছ থেকে এক হাজার ৩০০ পিস এবং অপর দুজনের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, উক্ত ঘটনায় র্যাব বাদী হয়ে আজ দুপুরে থানায় মামলা দায়ের করেছে।