ঢাকা (রাত ১২:২৭) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কাবিন নামা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০২:৪০, ৮ এপ্রিল, ২০২১

কাবিন নামা

মোঃ বুলবুল হোসেন

ভয়ে আমার বুকটা কাঁপে

সঙ্গে নিতে তোমায়,

কাবিন নামা কোথায় আছে

 খুঁজতে হবে আমায়।

কোন জায়গাতে যাবে দেশের

ঠিকানা দিওনা ভুল,

দুষ্ট দলের কবলে পড়লে

খুজে পাবে না কূল।

আঠার মতো লেগে আছে

দুষ্টু কিছু লোকে,

সুযোগ পেলেই ছোবল দিবে

তোমার ঘরে ঢোকে।

জ্ঞানী লোক অল্পতে বুঝে

সত্য কথা গুলো,

কথা গুলো বুঝতে গিয়ে

চোখে দেখো তুলো।

প্রকৃতিকে দেখতে বলো

কার না চায় মনে,

আমার বেলায় দোষ শুধু

কষ্ট আমার প্রাণে।

কাজীর খোঁজে যাবো এবার

আনবো কাবিন নামা,

কত বছর চলে গেছে

ঠিকানা নাই জানা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT