ঢাকা (বিকাল ৪:৫৪) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

করোনাকে গুরুত্ব দিতে ফেদেরারের অনুরোধ

সেলিম খান সেলিম খান Clock সোমবার দুপুর ০১:২২, ২৩ মার্চ, ২০২০

ফেদেরারের দেশ সুইজারল্যান্ডেও থাবা বসিয়েছে এ ভাইরাস। মারা গেছেন ৫৬ জন, আক্রান্তের সংখ্যা ৬,১১৩ জনে গিয়ে ঠেকেছে। এখনই সতর্ক না হলে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে মনে করেন ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। তাই করোনাকে হালকাভাবে না নিতে ভক্তদের অনুরোধ করলেন টেনিস তারকা রজার ফেদেরার।

ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেছেন, ‘আমি ঘরে থাকছি। এখন কারও সঙ্গে হাত মেলাচ্ছি না।’ স্বাস্থ্যবিধি অনুযায়ী দিন কাটাচ্ছেন ৩৮ বছর বয়সী তারকা, ‘আমি ঘন ঘন হাত ধুচ্ছি, যেটা আমাদের করা উচিত। আমি বিশ্বাস করি, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো একে অন্যকে সাহায্য করা। বিশেষ করে বয়স্কদের সাহায্য করতে হবে, তারা অনেক ঝুঁকিতে আছে। তাদের সঙ্গে অন্তত দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে এবং হাত মেলানো যাবে না।’

করোনার ভয়াবহতা বোঝা উচিত দাবি করলেন ফেদেরার, ‘এসব নিরাপত্তাবিধিকে গুরুত্ব দিতে হবে। নয়তো এরপরে আমাদের সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং আর ঘর থেকে বের হতে পারবো না। তাই আমি বলবো, সবাই একে গুরুত্ব দিন।’




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT