উলিপুরে নৌকার প্রচারণায় বাধা ও সমর্থকদের মারধরের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার রাত ১০:৫৪, ২৩ ডিসেম্বর, ২০২১
কুড়িগ্রামের উলিপুরে চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে সহিংসতা ঘটেছে। সেখানে আওয়ামী লীগের নৌকার প্রচারণায় বাধা ও সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার তবকপুর ইউনিয়নে বড়ুয়া তবকপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাসুম মিয়া (৪৫) উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তবকপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমানের নৌকা প্রতীকের প্রচার-প্রচারণা করে আসছিল মাসুম মিয়াসহ সমর্থকরা। ওই এলাকার মৃত আব্দুল করিমের পুত্র বাদল মিয়া (৫০), নয়া মিয়া (৩৮), কন্যা রহিমা বেগম (৪৮) ও বাদল মিয়ার পুত্র শাওন মিয়া নির্বাচনী প্রচার প্রচারণায় বাধা প্রদান করে। প্রচারণা চালানোর এক পর্যায় তাদের বাড়ীর সামনে আসলে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এর কারণ জানতে চাইলে তাদের সাথে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা নৌকার সমর্থকদের দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী ভাবে মারধর শুরু করে এবং পরবর্তীতে নৌকা প্রচারণায় আসলে খুন করার হুমকী দেয়।
তবকপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোখলেছুর রহমান বলেন, আমি থানা ও রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছি। আমার কর্মী-সমর্থকদের প্রচারণায় বাধা প্রদান ও মারধর করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানান তিনি।
ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা নাদিরউজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।