উলিপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হাডুডু ফাইনাল খেলা অনুষ্ঠিত
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম শনিবার সকাল ১১:৫০, ৩ ডিসেম্বর, ২০২২
“খেলাধুলা শুরু করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী (ইউ. ডি. এস.) হাডুডু টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) রাত ৮টায় উলিপুর উইনার স্পোর্টিং ক্লাবের আয়োজনে উলিপুর মদিনাতুল উলুম সিনিয়র মাদরাসা সংলগ্ন স্থানে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় হাতিয়া ইউনিয়ন উলিপুর উইনার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠিত ফাইনাল খেলায় উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সজিব কুমার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মামুন সরকার মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, উলিপুর পৌরসভা ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মিনহাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মঈনুর রশিদ নোমান।