ঢাকা (সন্ধ্যা ৭:৪৫) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


উলিপুর পৌরসভায় আ.লীগ প্রার্থী মামুন ধানের শীষের চেয়ে দ্বিগুণ ভোটে মেয়র নির্বাচিত

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock রবিবার দুপুর ০১:২৪, ৩১ জানুয়ারী, ২০২১

সারা দেশের মত তৃতীয় ধাপে ৬৪ পৌরসভার সাথে একযোগে শনিবার (৩০ জানুয়ারী) কুুুড়িগ্রামের উলিপুুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।১৮ টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

এই পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৩জন প্রার্থী।এর মধ্যে মেয়র পদে আ.লীগ মনোনীত মো. মামুন সরকার নৌকা প্রতীকে ধানের শীষের চেয়ে দ্বিগুণ ভোটে ১৫ হাজার ৫৬৭ ভোট পে‌য়ে বেসরকারিভা‌বে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হায়দার আলী মিঞা (ধানের শীষ)পেয়েছে ৭ হাজার ৪১৩ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফেজ মো. আতাউর রহমান(হাতপাখা) পেয়েছে ৩ হাজার ৫২৮ ভোট।

এছাড়া এ পৌরসভায় ৩টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও ৯টি সাধারণ  ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হলেন যারাঃ-

১ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে রওসন আরা বেগম আনারস প্রতীকে ৪ হাজার ৫৩০ ভোট,২ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর এনা বেগম আনারস প্রতীকে ২ হাজার ৪৫৯ ভোট ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর কামরুন নাহার কেয়া চশমা প্রতীকে ২ হাজার ৬৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর হিসেবে ১  নং ওয়ার্ডে হারুন অর রশিদ লিটন পানির বোতল প্রতীকে ১ হাজার ১৭২ ভোট, ২ নং ওয়ার্ডে ফারুকুল ইসলাম পাঞ্জাবি প্রতীকে ৭০৭ ভোট, ৩ নং ওয়ার্ডে মিজানুর রহমান ডালিম প্রতীকে ১ হাজার ৬৬০ ভোট,৪ নং ওয়ার্ডে আসাদুজ্জামান রাজু টেবিল ল্যাম্প প্রতীকে ৯০২ ভোট,৫ নং ওয়ার্ডে খোরশেদ আলম টেবিল ল্যাম্প প্রতীকে ১ হাজার ৫৬২ ভোট,৬ নং ওয়ার্ডে আবুল কাশেম টেবিল ল্যাম্প প্রতীকে ১ হাজার ২৩৩ ভোট,৭ নং ওয়ার্ডে আনিছুর রহমান পাঞ্জাবি প্রতীকে ১হাজার ৭৪২ ভোট,৮ নং ওয়ার্ডে জেহাদ আলী পাঞ্জাবি প্রতীকে  ৭৬২ ভোট ও ৯ নং ওয়ার্ডে মিনহাজুল ইসলাম পানির বোতল প্রতীকে ৪৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

গণনা শেষে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র উপজেলা হলরুম থেকে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর আলম রাকিব এ ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়,এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৯১৫ জন। প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা ২৬ হাজার ৫০৮। বাতিলকৃৃত ভোটের সংখ্যা ৪৩৪।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT