ঢাকা (রাত ১১:০৩) বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দাউদকান্দিতে প্রতিবাদ সমাবেশ

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শুক্রবার দুপুর ০৩:৩২, ১৩ অক্টোবর, ২০২৩

নিরীহ ফিলিস্তিনের উপর ইসরাইলি আগ্রাসন, উপর্যুপরি বোমা হামলা ও যুদ্ধ বন্ধে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

 

শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুমা সর্বস্তরের ইসলাম প্রিয় তৌহিদী জনতার উপস্থিতিতে পৌরবাজার বাইতুল আমান জামে মসজিদ (বড় মসজিদ) এলাকায় এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন।

 

মানববন্ধনে বক্তব্য দেন— মাওলানা আব্দুস সালাম বিপ্লবী, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন আহম্মেদ , স্থানীয় কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন, বাজার ব্যবসায়ী তৌফিক রুবেল, জসিম উদ্দিন, মহিউদ্দিনসহ অনেকে।

 

এতে বক্তারা জাতিসংঘের নিরবতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ইসরায়েল বোমা হামলা করে নিরীহ শিশু,বেসামরিক লোকজনকে হত্যা করছে এতে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েল যুদ্ধাপরাধ করছে।

নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতে জরুরি তলব করার আহ্বান করেন। সেই সঙ্গে এই যুদ্ধ বন্ধ করার দাবি তুলেন।

 

ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মুসলিম উম্মার প্রথম কেবলা দাবি করে বক্তারা আরও বলেন, মসজিদুল আকসা আমাদের পূণ্যভূমি।এটা আমাদের ছিল, আমাদের থাকবে। আল্লাহর বাণী অনুযায়ী শত ঘাত-প্রতিঘাত পরাজিত করে আমাদের শান্তিকামি ফিলিস্তিন ভাই-বোনদেরই জয় হবে। জয় হবে গোটা মুসলিম উম্মার।

এই সংকটময় মুহূর্তে সারা জাহানের মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হয়ে সকলকে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে সমর্থন দেওয়ারও আহ্বান জানান বক্তারা।

 

সমাবেশ ও মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে একটি মিছিল বের হয়। মিছিলি পৌরসভার বাজার এলাকা প্রদক্ষিণ করে বিশ্বরোড এলাকায় গিয়ে শেষ হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT