ঢাকা (রাত ৮:৩৭) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ইউপি নির্বাচন: উলিপুরে ১৩টি ইউ‌নিয়‌নে মনোনয়নপত্র জমা ৯২৬

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock শুক্রবার রাত ০২:০৭, ২৬ নভেম্বর, ২০২১

চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে কুড়িগ্রামের উলিপুরে ১৩টি ইউনিয়নে চেয়ারম‌্যান, সংর‌ক্ষিত ও সাধারণ সদস‌্য পদে ৯২৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্প‌তিবার (২৫ ন‌ভেম্বর) উপ‌জেলা রিটা‌র্নিং অ‌ফিসা‌রের কার্যাল‌য়ে ম‌নোনয়নপত্র জমা দেন তারা।

উপজেলা নির্বাচন অফিস সূ‌ত্রে জানা গে‌ছে, উপজেলার ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ১০১ জন, সংরক্ষিত আসনে ২১০ জন, সাধারণ সদস্য পদে ৬১৫  জন মনোনয়ন পত্র জমা দেন।

সূত্রটি আ‌রো জানায়, উপ‌জেলার থেতরাই ইউনিয়নে আওয়ামী লীগের ১,জাতীয় পার্টির ১ ও স্বতন্ত্র ৭, সংরক্ষিত সদস্য পদে ১৫ ও সাধারণ সদস্য পদে ৪৮ জন, দলদলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১, কৃষক শ্রমিক জনতা লীগ ১ ও স্বতন্ত্র ৭, সংরক্ষিত আসনে ১২ ও সাধারণ সদস্য পদে ৫০  জন, দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ ও স্বতন্ত্র ৫, সংরক্ষিত আসনে ১৭ ও সাধারণ সদস্য পদে ৫৯ জন, পান্ডুল ইউনিয়নে চেয়ারম্যান পদে  আওয়ামী লীগের ১, জাতীয় পার্টির ১, কৃষক শ্রমিক জনতা লীগ ১ ও স্বতন্ত্র ৭ জন, সংরক্ষিত আসনে ১৪ ও সাধারণ সদস্য পদে ৪৭ জন, বুড়াবুড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে  আওয়ামী লীগের ১, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ ও স্বতন্ত্র ৬ জন , সংরক্ষিত আসনে ১৮ ও সাধারণ আসনে ৪২  জন, ধরনীবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে  আওয়ামী লীগের ১, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১, জাতীয় পার্টির ১ ও স্বতন্ত্র ৭জন, সংরক্ষিত আসনে ১৬ ও সাধারণ সদস্য পদে ৪৮  জন, ধামশ্রেণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১, জাতীয় পার্টি ১ ও স্বতন্ত্র ৮ জন, সংরক্ষিত আসনে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৫০ জন, গুনাইগাছ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১, জাতীয় পার্টি ১ ও স্বতন্ত্র ৭, সংরক্ষিত আসনে ১৯ ও সাধারণ সদস্য পদে ৪৮  জন, বজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ ও স্বতন্ত্র ২, সংরক্ষিত আসনে ১৮ ও সাধারণ সদস্য পদে ৪৮  জন, তবকপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১, জাতীয় পার্টি ১, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি ১ ও স্বতন্ত্র ৪ জন, সংরক্ষিত আসনে ১৭ ও সাধারণ আসনে ৫৩ জন, হাতিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে  আওয়ামী লীগের ১, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১, জাতীয় পার্টির ১ ও স্বতন্ত্র ২জন, সংরক্ষিত আসনে ২১ ও সাধারণ সদস্য পদে ৪০ জন, বেগমগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১, জাতীয় পার্টির ১ ও স্বতন্ত্র ৩ জন, সংরক্ষিত আসনে ১৪ ও সাধারণ সদস্য পদে  ৪৮ জন ও সাহেবের আলগা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১, জাতীয় পার্টির ১ ও স্বতন্ত্র ৬, সংরক্ষিত আসনে ১৬ ও সাধারণ সদস্য পদে ৪৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করার শেষ তারিখ ছিল ২৫ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর। এইচএসসি পরীক্ষার কারণে চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে ২৩ ডিসেম্বরের পরিবর্তে ভোট গ্রহণ হবে আগামী ২৬ ডিসেম্বর।

উপ‌জেলা নির্বাচন অফিসার আহসান হা‌বিব বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT