ঢাকা (সন্ধ্যা ৬:০৩) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

‘আলোর দিশা বাংলাদেশ’ ইবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

রাসেল মুরাদ রাসেল মুরাদ Clock মঙ্গলবার রাত ০২:৪৬, ২৮ সেপ্টেম্বর, ২০২১

আলোর দিশা বাংলাদেশ (আদিবা) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২১২২ কার্যবর্ষের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক সভাপতি সাধারণ সম্পাদক পদে যথাক্রমে ওবায়দুল্লাহ আরফানকে ঘোষণা করলে ২৭০৯২০২১ ইং তারিখে তাদের স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে তথ্য জানা যায়।

নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি মার্কেটিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মোসাঃ নীপা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদা সুলতানা টুম্পা, সাংগঠনিক সম্পাদক পদে একই বিভাগের শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সোহান।

অর্থ সম্পাদক পদে আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুবায়ের ইবনে হক রুপো, অফিস সম্পাদক হিসেবে ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফজালুল হক সোহাগ, মিডিয়া প্রচার সম্পাদক পদে ইংরেজি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মোঃতানভীর আহমাদ আইটি এন্ড লাইব্রেরী সম্পাদক পদে মার্কেটিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মাইন উদ্দীন হাসান।

উল্লেখ্য যে, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আলোর দিশা বাংলাদেশ (আদিবা) দেশের প্রায় অধিকাংশ পাবলিক ইউনিভার্সিটিতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সংগঠনটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে, সেমিনার, আর্থিকভাবে সহায়তা প্রদান, ফ্রি বই পাঠ করা, স্বেচ্ছায় রক্ত দান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT