আলোর দিশা বাংলাদেশ (আদিবা) হাবিপ্রবি শাখার নেতৃত্বে সারোয়ার-মিহাদ
রাসেল মুরাদ সোমবার রাত ০৩:২২, ২০ সেপ্টেম্বর, ২০২১
আলোর দিশা বাংলাদেশ (আদিবা) হাবিপ্রবি শাখার ২০২১-২২ কার্যবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সারোয়ার জাহান এবং সাধারণ সম্পাদক হিসেবে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফজলে হাসান মিহাদকে অনুমোদন দেয়া হয়েছে।
রবিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি তানভীর আহমেদ সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক রাসেল মুরাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় সেলে জমার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য “আলোর দিশা,বাংলাদেশ” শিক্ষার্থী ও তরুণদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সভা, সেমিনার, কর্মশালা, টিম ওয়ার্ক ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
শিক্ষার্থীদের বিনামূল্যে বই পড়ানো, আর্থিকভাবে পাশে দাঁড়ানো, দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।