আমরা সকলে মানুষ এটাই আমাদের বড় পরিচয় : ড. খন্দকার মারুফ হোসেন
হোসাইন মোহাম্মদ দিদার মঙ্গলবার দুপুর ০২:১৩, ২৭ আগস্ট, ২০২৪
“আপনাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হবেন না। আমরা আপনাদের পাশে আছি। যেকোনো প্রয়োজনে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আপনাদের পাশে আছে। দেশের স্বার্থে মানুষ কল্যাণে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলব।
হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
ড. মারুফ হোসেন বলেন, হিন্দুদের আমরা সংখ্যা লঘু হিসেবে দেখি না। আপনারা আমাদেরই অংশ। এই দেশের নাগরিক। আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি,আমরা ভালো থাকলে আপনারা ভালো থাকবেন।
তিনি আরও বলেন,
সমাজে শান্তির বার্তা পৌঁছে দিন, এই দেশ এখন জালিম থেকে মুক্ত। আমরা এখন পুরোপুরি স্বাধীন।
যে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করবে বাংলাদেশের মাটিতে তাদের ঠাঁই হবে না।”
সোমবার( ২৬ আগষ্ট) বিকালে দাউদকান্দি পৌরসভার সাহাপারা শ্রী শ্রী গোপীনাথপুর জিওর আখড়ায় জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপজেলা ও পৌরসভা বিএনপি নেতাকর্মীরা।
পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু অশোক সাহার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— পৌরসভা প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো. জিয়াউর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক পিপিএম, উপজেলা বিএনপির
আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, বিএনপি নেতা জসিমউদদীন ভূঁইয়া, ভিপি জাহাঙ্গীর আলম,
পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, সাবেক ছাত্র নেতা ভিপি সাহাব উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার রোমান, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন সরকারসহ আরও অনেকে।