আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কবিতা পাঠের আসর
ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) বুধবার সকাল ১০:০৮, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর আবৃত্তি পরিষদ কবিতা পাঠের আসর ও আলোচনা সভার আয়োজন করে।
২১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে শহীদ হারুন পার্কে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে এ কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।
আবৃত্তি পরিষদের আহবায়ক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ও সদস্য-সচিব শেখ বিপ্লবের সঞ্চালনায় একুশের আলোচনা করেন গৌরীপুর আবৃত্তি পরিষদের যুগ্ম-আহবায়ক হারুন-উর-রশীদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ আব্দুর রহিম, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, গৌরীপুর সংগীত নিকেতনের পরিচালক ও উপজেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আব্দুল হাই, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, উদীচী গৌরীপুর সংসদের সভাপতি ওবায়দুর রহমান প্রমুখ।
কবিতা পাঠ করেন শফিকুল ইসলাম মিন্টু, হারুন-উর-রশীদ, সুপক রঞ্জন উকিল, শেখ মোঃ বিপ্লব, আবু কাউছার চৌধুরী রন্টি, কবি নুরুল আবেদীন, শামীমা খানম মিনা, ওবায়দুর রহমান, মোখলেছুর রহমান, কাজী আব্দুল্লাহ আল আমীন, আরিফ আহাম্মদ, নাজিম উদ্দিন প্রমুখ।