ঢাকা (সন্ধ্যা ৭:২৬) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


আদমদীঘিতে রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম!

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ০৯:২৯, ১৭ ডিসেম্বর, ২০১৯

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রানালয় কর্তৃক ওয়েব সাইডে প্রকাশিত রাজাকার ও স্বাধীনতা বিরোধীদের তালিকায় বগুড়ার আদমদীঘি উপজেলায় ৩০ জনের মধ্যে স্বাধীনতা বিরোধীদের সাথে আওয়ামীলীগের সাবেক এমপি ও মুক্তিযোদ্ধাদের নামের হিড়িক দেখা গেছে। এতে স্বাধীনতা বিরোধীরা খুশি হলেও আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধাদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা জরুরি ভাবে ওই তালিকা থেকে আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেয়ার দাবী জানিয়েছেন। প্রকাশ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় থেকে বিজয় দিবস উপলক্ষে গত রোববার তাদের ওয়েব সাইডে ১০ হাজার ৭৮৯ জন রাজাকার, আলবদর, আল-সামস ও স্বাধীনতা বিরোধীদের একটি নামের তালিকা প্রকাশ করে। ওই তালিকায় প্রথম পর্বে আদমদীঘি উপজেলার ৩০জনের নামের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। তালিকায় ১৩২-১০৪৩-২সি-১৩৮/৭৩- এ ১ নম্বরে রাজাকার ও স্বাধীনতা বিরোধী হিসাবে আব্দুল মোমেন তালুকদার খোকা ও তার তিন ভাই রয়েছে। একই তালিকায়: ১৮. নম্বরে রয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামীলীগ নেতা ও সাবেক এমপি কছিম উদ্দীন আহম্মেদ, ১৯. নম্বররে আওয়ামীলীগের সাবেক এম,এন,এ মজিবর রহমান (আক্কেলপুর), ৪. নম্বরে মুক্তিযুদ্ধকালিন কমান্ডার মনছুর আলী, ৯. নম্বরে আওয়ামীলীগের সাবেক সভাপতি তাহের উদ্দীন সরদার, ১৬. নম্বরে সাবেক রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা ও মুক্তিযোদ্ধা জাহান আলী, ৭. নম্বরে আওয়ামীলীগ নেতা ফয়েজ উদ্দীন আহম্মেদ-এর নামও রাজাকার, আলবদর ও স্বাধীনতা বিরোধী হিসাবে প্রকাশিত হয়। যা আদমদীঘি বাসিদের হতবাক করেছে। মহান বিজয় দিবসের দিনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সহ-সভাপতি আবু রেজা খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদসহ নেতৃবর্গ রাজাকারের নামের তালিকায় বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতাদের নাম থাকায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে তালিকা থেকে তাদের নাম বাদ দেয়ার জন্য দাবী জানিয়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT