আদমদীঘিতে ভোক্তা অধিকার আইনে হাট ইজারাদারকে জরিমানা
মিরু হাসান বাপ্পী, আদমদীঘি, বগুড়া বুধবার রাত ০৮:৪৬, ২৯ জুলাই, ২০২০
বগুড়ার আদমদীঘিতে পশুর হাটে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ায় ভোক্তা অধিকার আইনে হাট ইজারাদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ। তিনি জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় কোরবানির পশুর হাটে গরুর নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী হাট ইজারাদারকে ৫হাজার জরিমানা করা হয়।