ঢাকা (সকাল ১১:৪৮) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আজ বিপণী বিতান খুলতে চান নিউমার্কেটের ব্যবসায়ীরা

ঢাকা বিভাগ ২৪০৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০২:০২, ২১ এপ্রিল, ২০২২

আতঙ্ক বিরাজ করলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দ্রুত দোকান খুলতে চান রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, আজ বৃহস্পতিবারই (২১ এপ্রিল) দোকান খুলতে চান তারা।

এদিকে, গতকাল বুধবার ওই এলাকায় অবস্থিত গাউছিয়া মার্কেটের বর্ধিত অংশের কয়েকটি দোকান খোলা পাওয়া গেছে। তবে খোলেনি নিউমার্কেটের বেশিরভাগ দোকানই।

গতকাল বিকেলে পরিস্থিতি স্বাভাবিক দেখে ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন দোকান খোলার ঘোষণা দিলেও ৫টার দিকে ঢাকা কলেজ এলাকায় ককটেল বিস্ফোরণের পর পুরো এলাকায় আবারও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল।

এর আগে, গত সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার পর্যন্ত ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। সংঘর্ষের কারণে রাজধানীর ব্যস্ততম মিরপুর সড়ক বন্ধ করে রাখায় ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ। পরে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দুই পক্ষ শান্ত হলে এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। আতঙ্কের মধ্যেই মার্কেটের অনেক দোকান পরিষ্কার ও গোছগাছ করেছেন মালিকেরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT