ঢাকা (দুপুর ১২:৪০) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

খেলাধুলা Source তথ্যসূত্রঃ https://www.jugantor.com/sports/601690/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8C%E0%A6%B6%E0%A6%B2-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%9B%E0%A7%87 ২১৪১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার সকাল ০৯:৫৫, ৩ অক্টোবর, ২০২২

নারী এশিয়া কাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই থাইল্যান্ডকে ৮৮ রানে গুঁড়িয়ে দিয়ে ৯ উইকেটের দাপুটে জয়ে মিশন শুরু করে স্বাগতিক বাংলাদেশ।

সোমবার বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপের অন্যতম সেরা প্রতিপক্ষ পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে রোববার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয় দলের তারকা ওপেনার রুমানা আহমেদ।

পাকিস্তানের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে বোলিং অলরাউন্ডার রুমানা বলেন, পরিকল্পনা তো আসলে ওভাবে নেওয়ার কিছু নাই। আমরা ওদের সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলেছি, ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটোই। আমার মনে হয় এখন অবধি যেভাবে প্রস্তুত আছি, ওদের সঙ্গে খেলার জন্য যথেষ্ট।

রুমানা আরও বলেন, আমরা তো আমাদের শক্তির জায়গা দেখব। আমরা শক্তভাবেই এগোচ্ছি। শেষ কয়েকটা টুর্নামেন্টে আমাদের মেয়েরা অনেক ভালো করেছে। আমরা বড় কিছু অর্জন করতে চাই। এটুকু বলতে পারি আমাদের মেয়েরা ভালো করছে। সামনের ম্যাচগুলোতে আরও ভালো করবে।

তিনি আরও বলেন, ওরা স্পিন বল ভালো খেলে জানি। কিন্তু স্পিন দিয়েই তো ওদের বরাবর অ্যাটাক করেছি। আমাদের স্পিনাররা আগে যেটা করত, তার চেয়ে বেশি ভালো করছে। আমরা যে ম্যাচগুলো খেলেছি, স্পিনাররা সেরাটা দিয়ে আসছে। এখানেও পাকিস্তানকে হারাতে স্পিন যথেষ্ট।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT