ঢাকা (বিকাল ৩:৩১) বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


আঙুলের ছাপ মেলেনি সিইসির,ভোট দিলেন বিশেষ ব্যবস্থায়

ঢাকা বিভাগ ২৪০৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার দুপুর ০২:৩৫, ১ ফেব্রুয়ারী, ২০২০

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ভোট দিতে গেলে তাঁর আঙুলের ছাপ মেলেনি ইভিএম মেশিনে। পরে জাতীয় পরিচয়পত্র দিয়ে তিনি ভোট দেন।

আজ শনিবার বেলা সোয়া ১১টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস মডেল স্কুল ভোটকেন্দ্রে ভোট দেন সিইসি কে এম নূরুল হুদা।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আজ ভোট নেওয়া হচ্ছে। দুই সিটিতেই এবার ইভিএম মেশিনে ভোট নেওয়া হচ্ছে।

সিইসি কে এম নূরুল হুদা ভোট দিতে গেলে তাঁর আঙুল স্ক্যান করা হয়। তবে তা মেশিনে মেলেনি। এরপর তিনি জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ভোট দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি কে এম নূরুল হুদা। এ সময় ইভিএমে অনেকে ভোট দিতে পারছেন না—এমন অভিযোগের বিষয়ে সিইসিকে সাংবাদিকেরা প্রশ্ন করেন।

জবাবে সিইসি বলেন, ইভিএমে ভোট দেওয়ার তিন-চারটি উপায় আছে। আইডি কার্ড দেখতে পারে, পুরোনো কার্ড দেখাতে পারে। নম্বর মেলালে ছবি আসবে, ভোট দিতে পারবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT