ঢাকা (দুপুর ১:২৯) শুক্রবার, ৩রা মে, ২০২৪ ইং

অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িতদের ভ্রাম্যমাণ আদালতের জরিমানা



টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িতদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর সারাদিন মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি তারিন মসরুর। এ সময় উপজেলার ভারড়া, পাকুটিয়া, দপ্তিয়র ইউনিয়নের বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রত্যক্ষ প্রমাণ পেয়ে জড়িতদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

“বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০” এর ৪ (খ) ধারা লংঘনের অপরাধে অবৈধ বালু পরিবহনে জড়িত ট্রলি মালিক মোঃ আবুল আয়ের, আঃ রশিদ, মোঃ হারুন মিয়া,পংকজ রায় এবং মোঃ বজলুর রহমান মিয়াকে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে।

এ সময় সার্বিক সহায়তা করেন উপজেলা আনসার কমান্ড্যান্ট জায়েদুর রহমান জাহিদ ও উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের স্টাফবৃন্দ।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি তারিন মসরুর বলেন, জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT