ঢাকা (রাত ৮:৪৫) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

অবৈধভাবে বালু উত্তোলনে ২টি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে প্রশাসন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ০৯:৪৯, ২৫ অক্টোবর, ২০১৯

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরগারা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন পুড়িয়ে নষ্ট করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

লামা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত ছিদ্দিকা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরগারা ও বগাইছড়ি এলাকায় ঝিরি, ছড়া এবং নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচার করা হচ্ছে। একাধিক সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এমন অভিযােগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন- লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মােঃ আমিনুল হক ও সঙ্গীয় ফোর্স। ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনাকালে ২টি ড্রেজার মেশিন ও কয়েকশত ফুট পাইপ আগুনে পুড়ানো হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT