ঢাকা (রাত ৮:০১) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নওগাঁ সীমান্তে নিহত দুই গরু ব্যবসায়ীর মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

নওগাঁ জেলা ২৪৬০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০৯:৪৬, ২৬ জানুয়ারী, ২০২০

নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর পোরশা দুয়ারপাল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশী গরু ব্যবসায়ী সনজিত কুমার ও কামাল হোসনের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার রাত সাড়ে ৮টায় দিকে উপজেলার সীমান্ত এলাকা নিলমারী বিল ২৩১(১০) এস পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে মরদেহ দু’টি হস্তান্তর করা হয়েছে। ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) পক্ষে  বিএসএফ-১৫৯ এর কোম্পানী কমান্ডার জসি হর্ষি আনুষ্ঠানিক ভাবে মরদেহ হস্তান্তর করেন। বাংলাদেশের পক্ষে মরদেহ গ্রহন করেন বিজিবি-১৬ ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল আরিফুল ইসলাম। এ সময় বিজিবি-১৬ নিতপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার মোহাম্মদ আলী ও হাঁপানিয়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোকলেসুর রহমান, পোরশা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, তদন্ত কর্মকর্তা নিরেন চন্দ্র উপস্থিত ছিলেন।বিজিবি-১৬ ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল আরিফুল ইসলাম জানান, মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বুধবার রাতে বেশ কয়েকজন বাংলাদেশী গরু ব্যবসায়ী অবৈধ্যভাবে সীমান্ত পার হয়ে ভারতের অভ্যন্তরে গরু নিতে যান। তারা গরু নিয়ে বাংলাদেশে ফেরার পথে বৃহস্পতিবার ভোরে পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নিলমারী বিল এলাকায় পৌঁছলে ভারতের মালদা জেলার ক্যাদারিপাড়া ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে যেতে পারলের গুলি বিদ্ধ হয়ে ভারতের মধ্যে রণজিত কুমার (২৫) ও কামাল হোসেন (৩২) মারা যান। ফলে তাদের মরদেহ বিএসএফ জোয়ানরা উদ্ধার করে নিয়ে যান। আর গুলিবিদ্ধ অবস্থায় মফিজুল ইসলাম (৩৮) বাংলাদেশের মধ্যে এসে মারা যান। সংবাদ পেয়ে মফিজুলের মরদেহ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করেন বিজিবি ও পোরশা থানা পুলিশ।
নিহতরা হলেন, উপজেলার বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে রণজিত কুমার, বিষ্ণপুর দিঘীপাড়া গ্রামের খোদাবক্সের ছেলে মফিজ উদ্দিন এবং বিষ্ণপুর কাঁটাপুকুরের মৃত জিল্লুর রহমানের ছেলে কামাল হোসেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT