ঢাকা (রাত ১২:০৭) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নড়াইলে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নড়াইল জেলা ২৪০২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার বিকেল ০৪:০২, ৩০ ডিসেম্বর, ২০১৯

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে আলামীন মোল্লা(২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(৩০ ডিসেম্বর) সকালে নড়াইল সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে গত ৩ ডিসেম্বর সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে ছাত্রীর বাড়ির সামনে থেকে ইতনা গ্রামের সাত্তার মোল্লার ছেলে আলামীন মোল্লা নিজবাড়ি ইতনা গ্রামে নিয়ে যায়। নিজ বাড়িতে আটকে রেখে দীর্ঘদিন ধরে ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ
করা হয়। ওই ছাত্রী গত রবিবার ফোনে বিষয়টি তার মা-বাবাকে জানালে ছাত্রীর বাবা রবিবার(২৯ ডিসেম্বর) রাতে লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগ পেয়ে লোহাগড়া থানা পুলিশ ইতনা গ্রামে আলামিনের বাড়িতে অভিযান চালিয়ে আলামিনকে গ্রেফতার করে ও ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই ছাত্রীর সাথে যুবকের প্রেমজ সম্পর্ক চলছিল বলে সূত্র জানায়।মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই মোঃ এনামুল এ বিষয়ে বলেন, ছাত্রীর পিতা বাদি হয়ে রবিবার লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং-২১। তিনি আরো জানান,সোমবার সকালে নড়াইল সদর হাসপাতালে ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন সহ আদালতে জবানবন্দি দিয়েছেন।আলামীন মোল্লাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT