ঢাকা (দুপুর ১:৫৪) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চিলমারী উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ১০:১০, ৬ ডিসেম্বর, ২০১৯

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ইতিহাস ঐতিহ্য ও উন্নয়নের ধারক বাংলাদেশ আওয়ামী লীগ চিলমারী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(৬ ডিসেম্বর)  সকাল ১০টায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট এ, ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।থানাহাট এ, ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়, দলীয় পতাকা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী।

প্রথম অধিবেশনে চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এস, এম নুরুল আমিন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার, সহ-সভাপতি  আব্দুল ছাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক  রেজাউল করিম লিচু প্রমুখ।দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল এর সভাপতিত্বে কাউন্সিলারদের কন্ঠ ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  পুনরায় চিলমারী উপজেলা শাখার সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম ও সাধারণ সম্পাদক আব্দুর কুদ্দুছ সরকার নির্বাচিত হন।

উল্লেখ্য,এই সম্মেলনকে কেন্দ্র করে ওর্য়াড,ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT