কুড়িগ্রামে শিক্ষার্থীদের প্রকৃতিবান্ধব করতে টাউনহল সেশন অনুষ্ঠিত
মেঘনা নিউজ ডেস্ক বুধবার সকাল ১১:২৮, ২৭ নভেম্বর, ২০১৯
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তন বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মসূচি ও কিশোর কিশোীদের প্রকৃতিবান্ধব করতে টাউনহল সেশন অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ ও জেলা প্রশাসনের সহযোগিতায় কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট (সিফোরডি) অনুষ্ঠানের আয়োজন করে।মঙ্গলবার(২৬ নভেম্বর) দুপুর দেড়টায় জেলা প্রশাসন চত্বরে অবস্থিত উদগিরণ মঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম।
পরে জেলা প্রশাসক সুলতানা পারভীন’র সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার শামসুল আলম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, ইউনিসেফ’র জেলা সমন্বয়কারী নুসরাত জাহান প্রমুখ।
উল্লেখ্য,অনুষ্ঠানে ৭টি বিদ্যালয়ের ২০০ শতাধিক শিক্ষার্থীর হাতে ৩টি করে গাছের চারা বিতরণ করা হয়।