ঢাকা (রাত ১:৩৭) শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গোপালগঞ্জ-১ আসনে আচরণবিধি প্রতিপালনে প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

মো: নিয়ামুল ইসলাম মো: নিয়ামুল ইসলাম Clock বৃহস্পতিবার রাত ১০:২৫, ২২ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আচরণবিধি বিষয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় মুকসুদপুর উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে আয়োজিত সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা, প্রচারণার সীমাবদ্ধতা ও আচরণবিধির বিভিন্ন ধারা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

 

সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসানুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ-আল-মামুন এবং উপজেলা নির্বাচন অফিসার নুরু আমিন।

 

এছাড়া সভায় অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোহাম্মাদ মিজানুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী অধ্যাপক নীরদ বরন মজুমদার, বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামানের প্রতিনিধি ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফসহ বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিনিধিরা।

 

সভায় সভাপতির বক্তব্যে মাহমুদ আশিক কবির বলেন, নির্বাচনী প্রচার সামগ্রীতে প্রার্থীর প্রতীক ও নিজের ছবি ছাড়া অন্য কোনো ব্যক্তির ছবি ব্যবহার করা যাবে না। প্রার্থীর ছবি পোর্ট্রেট আকারে হতে হবে এবং এর সর্বোচ্চ আয়তন নির্ধারণ করা হয়েছে ৬০ সেন্টিমিটার বাই ৪৫ সেন্টিমিটার। নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা কেবল দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন।

 

তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণা করা যাবে। তবে প্রচার শুরুর আগে সংশ্লিষ্ট পেজ, অ্যাকাউন্ট আইডি ও ই-মেইলসহ শনাক্তকরণ তথ্য অবশ্যই রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। একই সঙ্গে অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

 

সভায় আরও জানানো হয়, আচরণবিধি অনুযায়ী ঘৃণাত্মক, মিথ্যা কিংবা বিকৃত তথ্য প্রচার করা যাবে না। নারী, সংখ্যালঘু অথবা কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে উসকানিমূলক ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার নিষিদ্ধ। গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে তা নির্বাচনী অপরাধ হিসেবে গণ্য হবে।

 

নির্বাচনী প্রচারণায় বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেলসহ যান্ত্রিক বাহন ব্যবহার করে মিছিল, শোডাউন বা মশাল মিছিল নিষিদ্ধ করা হয়েছে। রাজনৈতিক দলের ক্ষেত্রে দলীয় প্রধান ও সাধারণ সম্পাদক ছাড়া অন্য কেউ হেলিকপ্টার বা আকাশযান ব্যবহার করতে পারবেন না। ভোটার স্লিপে প্রার্থীর নাম, ছবি বা প্রতীক উল্লেখ করা যাবে না। তোরণ নির্মাণ ও আলোকসজ্জাও নিষিদ্ধ থাকবে।

 

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করে সভায় জানানো হয়, কোনো প্রার্থী বা রাজনৈতিক দল বিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, দেড় লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে। গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও নির্বাচন কমিশনের হাতে রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT