বাবা-মায়ের কবর জিয়ারত করে বিএনপি প্রার্থী ড. মোশাররফ হোসেনের প্রচারণা শুরু
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:১৫, ২২ জানুয়ারী, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার(২২ জানুয়ারি ) সকালে নিজ গ্রামের বাড়ি গয়েশপুরে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি। এ সময় তিনি তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন।
কবর জিয়ারত শেষে ড.খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি নির্বাচনের মাঠে রয়েছে। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি কুমিল্লা-১ আসনের উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় কাজ করতে চান।
এরপর তিনি মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। এ সময় গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ডঃ খন্দকার মারুফ হোসেনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রচারণাকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।নেতাকর্মীরা জানান, শান্তিপূর্ণ ও গণমুখী কর্মসূচির মধ্য দিয়ে পুরো আসনে ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচারণা চালানো হবে।


