কিসের স্বতন্ত্র কিসের জামায়াত তাদেরকে কেন্দ্রে ডুকতে দেবো না- তিতাসে বিএনপি নেতার কঠোর হুঁশিয়ারি
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
সোমবার দুপুর ০১:২৬, ১৯ জানুয়ারী, ২০২৬
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের তিতাস উপজেলার বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হীরা বলেন, ‘কেন্দ্র থেকে আওয়ামী লীগই পারে নাই আমাকে সরাতে, এখনতো আওয়ামিলীগের নামই নাই। কিসের স্বতন্ত্র আর কিসের জামায়াত তাদেরকে কেন্দ্রের আশপাশে ডুকতে দেবো না ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যথাযথ মূল্যায়ন করা জেনে রাখেন।’
শনিবার(১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার সাতানী ইউনিয়নের চরকুমরীয়া বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে দেওয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। প্রায় ৩ মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে এসব কথা বলতে শোনা যায় তাকে।
কামরুজ্জামান হীরা বলেন, ‘এই চরকুমরীয়া কেন্দ্র ১৯৯১ সাল থেকেই বিএনপি বিজয় লাভ করেছে। আওয়ামী লীগের আমলে উপজেলা বিএনপি সভাপতি সালাউদ্দিন সরকার উপজেলা চেয়ারম্যানে দাঁড়ায় ছিলো, আমি তাকে এখান থেকে জয়যুক্ত করেছিলাম। তাই আমি বলবো নেতৃবৃন্দকে আমাদের ৪ টা কেন্দ্র আমাদের সামসুল হক বলেছে আসুন আমরা ভাগ করে নেই, আমি তার কথা সমর্থন ও সাধুবাদ জানাচ্ছি। আগামী ১২ তারিখ আমার এই কেন্দ্র থেকে আমি বিজয় করে প্রমান করে দিবো।’
ভিডিওতে হীরা আরো বলেন, ‘আমি আমার ইউনিয়ন বাসীকে আজকে উদাত্ত আহ্বান জানাতে চাই, যিনি এখানে এসেছেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সাহেব ওনি একটা বড় মাপের নেতা, ওনি এমপি হলে মন্ত্রী হবে, আর ওনি মন্ত্রী হলে আমাদের একটা স্কুল সেটা এমপিওভুক্ত হবে। এবং আমার সাতানী ইউনিয়নে সকল অসমাপ্ত কাজগুলো সমাপ্ত হবে আমার ধীর বিশ্বাস।’
তিনি বলেন, আমি সাতানী ইউনিয়নের জনগণের পক্ষ থেকে জনগণকে উদাত্ত আহ্বান জানিয়ে আপনাকে বলতে চাই, সাতানী ইউনিয়ন আপনাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।
মিলাদ ও দোয়া মাহফিলের পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূইয়া। এসময় সাতানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো.দেলোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এবং সদস্য সচিব ইসমাইল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথিরবক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা, কাজী কবির হোসেন সেন্টু, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসামৎ রুবি ইসলাম, সাতানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডি এম রাসেল মেম্বার, সিনিয়র সহ-সভাপতি এইচ এম জাকির সওদাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক হোসেন ভূইয়া, উপজেলা বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন আলম, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মো. রোকন উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মফিজুল ইসলাম বশির প্রমুখ। এছাড়াও এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে জানতে অনুষ্ঠানে থাকা প্রধান অতিথি বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়ার নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, কামরুজ্জামান হিরা যে বক্তব্য দিয়েছেন এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বক্তব্য। এই বক্তব্যের দায় আমাদের দল নিবেনা।
এদিকে তিতাস উপজেলার সাধারন ভোটাররা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন।


