ঢাকা (ভোর ৫:১১) বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ইউএনও ফেরদৌস আরা হ্যাপি দাউদকান্দি স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বৃহস্পতিবার রাত ০২:০৭, ১৫ জানুয়ারী, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফেরদৌস আরা হ্যাপির দাফন সম্পন্ন করা হয়েছে৷

 

বুধবার (১৪ জানুয়ারি) বাদ আসর দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের খানেবাড়ি গ্রামে স্বামী শিক্ষক শাহজাহানের বাড়িতে তাকে দাফন করা হয়।

 

এর আগে বাদ জোহর ঢাকার যাত্রাবাড়ি তার বাবার বাড়ি শেখদী কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

 

ফেরদৌস আরা হ্যাপি মৃত্যুকালে এক কন্যাসন্তান ও স্বামী মো. শাহজাহান সরকারসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।

 

নিহতের স্বামী শিক্ষক মো. শাহজাহান বলেন, মাইগ্রেনের ব্যথা নিয়ে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার সকাল ৭টায় ব্রেইন স্ট্রোক করে তিনি হাসপাতালে মারা যান।

 

ফেরদৌস আরা হ্যাপি ২০২৫ সালের ৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে যোগদান করেন। এর আগে সহকারী কমিশনার হিসেবে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT