ঢাকা (বিকাল ৫:৫৭) রবিবার, ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বিএনপির সরকার ব্যবসা বান্ধব সরকার : ড. মারুফ হোসেন

বিএনপি ২৩৬ বার পঠিত

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শনিবার সন্ধ্যা ০৬:১০, ১০ জানুয়ারী, ২০২৬

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন,বিএনপির সরকার ব্যবসা বান্ধব সরকার। তিনি বলেন, “দেশের অর্থনীতি শক্তিশালী করতে হলে ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিএনপি সেই লক্ষ্যেই কাজ করে।”

 

শনিবার( ১০ জানুয়ারি ) দুপুরে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইজে অনুষ্ঠিত এক বাষির্ক ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় কামাইরকান্দি বিল্ডার্সের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানের শুরুতে কামাইরকান্দি বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক সবুজ মিয়াজি ফুলেল শুভেচ্ছায় প্রধান অতিথিকে সাদরে বরণ করে নেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। কর্মসংস্থান সৃষ্টি, রাজস্ব আদায় ও সামগ্রিক উন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য। একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা থাকলেই ব্যবসা-বাণিজ্যের প্রকৃত বিকাশ সম্ভব।”

 

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা, কর ব্যবস্থায় সংস্কার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে।”

অনুষ্ঠানের শেষপর্বে কামাইরকান্দি বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক সবুজ মিয়াজি প্রধান অতিথি ড. খন্দকার মারুফ হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া,পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রমূখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT