মহেশখালী-কুতুবদিয়া আইনজীবী ফোরামের কমিটি ঘোষণা
আহ্বায়ক মুহাম্মদ শহীদুল ইসলাম (বায়ে)
নিজস্ব প্রতিনিধি
সোমবার বিকেল ০৪:৪৭, ১০ নভেম্বর, ২০২৫
মহেশখালী-কুতুবদিয়া উপজেলায় ২৪ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি ঘোষণা।
৮ নভেম্বর ২০২৫ ইং তারিখে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটির অনুমোদন দেন।
কক্সবাজার জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এডভোকেট মোস্তাক আহমেদ চৌধুরী ও সদস্য সচিব মোহাম্মদ তাওহিদুল আনোয়ার।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কক্সবাজার জেলার আওতাধীন মহেশখালী কুতুবদিয়া উপজেলা শাখার ২৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে মুহাম্মদ শহীদুল ইসলাম কে আহ্বায়ক করা হয়েছে এবং শাহেদুল ইসলাম কে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মোট ২৪ জন আইনজীবী এই কমিটিতে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
মহেশখালী ও কুতুবদিয়ার বিভিন্ন ইউনিয়নের আইন পেশাজীবীরা এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
এ কমিটি ভবিষ্যতে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, মাঠ পর্যায়ে আইন সহায়তা সংগঠিত করা এবং বিএনপির রাজনৈতিক ও গণতান্ত্রিক কর্মসূচিতে আইনি সহায়তা ভূমিকা রাখবে বলে জানিয়েছেন নবগঠিত কমিটি আহ্বায়ক মুহাম্মদ শহীদুল ইসলাম।
নবগঠিত কমিটি আহ্বায়ক মুহাম্মদ শহীদুল ইসলাম জানান, আমি ভবিষ্যতে জাতীয়তাবাদী পরিবারকে আইনি সহায়তা করার পাশাপাশি বিএনপির ঘোষিত ৩১দফার বাস্তবায়নে সামাজিক সাম্য, সুবিচার এবং ন্যায়বিচার প্রতিষ্টায় কাজ করে যাব ইনশাআল্লাহ।


