বংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম জেলার সদস্য সচিব রবিন
ওবায়দুর রহমান শুক্রবার সন্ধ্যা ০৭:১০, ২০ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম ময়মনসিংহ জেলায় ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক এ.জি.এম ফাহাদ। কমিটিতে সদস্য-সচিব গৌরীপুরের মো. মশিউর রহমান রবিন।
গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এম.আবু জাফর ও সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন বিপ্লব স্বাক্ষরিত এক চিঠিতে আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তানভীর রহমান, যুগ্ম আহ্বায়ক সাজিদ হাসান, মোঃ আমির হামজা, মো. ফরিদ হাসান, মো. সিফাত মিয়া, শাহিন আলম, সদস্য মো. আশিকুর রহমান সরকার, মো. শফিকুল ইসলাম, মো. সারোয়ার হোসেন ইমন।
উল্লেখ্য, মো. মশিউর রহমান রবিন উপজেলার বীরপুর গ্রামের মৃত চাঁন মিয়া ও মোছাঃ মিনা বেগম দম্পত্তির পুত্র সন্তান। তিনি ৩ ভাই ও ২ বোনের মধ্যে তৃতীয়। তিনি গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ২০১৩ সালে এস.এস.সি ও ২০১৫ সালে এইচ.এস.সি পাস করেন। পরে ২০১৯ সালে ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও ২০২০ সালে জামালপুর সরকারি আশেক মাহমদু কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি মোমেনশাহী ল’ কলেজে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।