কলাগাছের ভ্যালার বস্তায় মিলল নিষিদ্ধ মাদক ফেনসিডিল
এস এম সাখাওয়াত শুক্রবার বিকেল ০৪:২৮, ২৩ আগস্ট, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকার পাগলা নদীতে ভেসে আসা কলার ভ্যালা থেকে মাদক ভর্তি দুইটি বস্তা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত গভীর রাতে ভ্যালা থেকে জব্দ করা বস্তায় নিষিদ্ধ মাদক ফেনসিডিল উদ্ধার করে ৫৯ বিজিবি। এ সময় দুই বস্তা থেকে মোট ৪৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য পৌণে ৪ লক্ষ টাকা বলে নিশ্চিত করেছেন বিজিবি অধিনায়ক।
এ বিষয়ে শুক্রবার (২৩ আগস্ট) সকালে বিজিবি মিডিয়া উইং থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ন পিরোজপুর এলাকা দিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করবে। এমন গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাত ১২টায় শুক্রবার সোনামসজিদ বিওপির সুবেদার মো. শাহজাহান আলীর নেতৃত্বাধীন একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের পাগলা নদীর পার সংলগ্ন এলাকায় সুবিধাজনক স্থানে অবস্থান গ্রহণ করে অভিযান পরিচালনা করে। এমন সময় ভারতীয় চোরাকারবারীদের কলা গাছ দিয়ে তৈরীকৃত একটি ভ্যালা ভারতের অভ্যন্তর হতে বাংলাদেশের অভ্যন্তরে পাগলা নদীতে প্রবেশ করলে বিজিবি টহল দল তা জব্দ করে। পরবর্তীতে ভ্যালায় থাকা ২টি বস্তা থেকে ৩ লক্ষ ৭৯ হাজার ২ শত টাকার মোট ৪৭৪ বোতল নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
উদ্ধারকৃত মাদক ফেনসিডিল শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে বলে জানান অধিনায়ক।