ঢাকা (দুপুর ১:৩৯) বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News গৌরীপুরে তিনটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ Meghna News গৌরীপুরে অগ্নিকান্ডে অবৈধ তেলের গোডাউনসহ বাসাবাড়ি-দোকানপাট ভস্মিভূত Meghna News চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Meghna News আইনজীবী সাইফুলের জানাজায় মানুষের ঢল, যা বললেন আজহারী Meghna News ‘সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে পার্শ্ববর্তী দেশ’ Meghna News ইসকন জ-ঙ্গিদের হাতে আইনজীবী সাইফুল খুন : সন্তানসম্ভবা স্ত্রীর চোখেমুখে ঘোর অমানিশা Meghna News জমাদিউস সানি মাসের গুরুত্ব ও ফজিলত! Meghna News ভারতের রপ্তানী বন্ধে চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে আলু পেঁয়াজের দাম Meghna News মুমিনের মূল্যবান সম্পদ হলো সুন্দর ব্যবহার Meghna News দাউদকান্দিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

রাজনীতি ২৭১৫ বার পঠিত
অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ১১:৩৪, ৩০ অক্টোবর, ২০১৯

কামরুজ্জামান শাহীন, ভোলাঃ বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অপকর্ম করে, বিশেষ করে যারা ক্যাসিনোর সাথে জড়িত তাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার শুদ্ধ অভিযান শুরু করেছেন।

এ শুদ্ধি অভিযান শুধু ঢাকায় সীমাবদ্ধ নয়, সারাদেশে চলবে।
তিনি আরো জানান, যতদিন পর্যন্ত দেশে সন্ত্রাস, মাদক ও দূর্নীতি নিয়ন্ত্রনে না আসবে ততদিন এ অভিযান অব্যাহত থাকবে। এখানে কোন বিরতি নেই।

মন্ত্রী বলেন, নিজেদের ঘর থেকেই শুদ্ধ অভিযান শুরু করেছে, শুধু ঘর নয়, নিজেদের আত্মীয়-স্বজন এ অভিযানে টার্গেট হয়েছে। কাজেই কোন রাখব বোয়াল এ থেকে রক্ষা পাবে না। যারা অভিযুক্ত তারা সবাই নজরদারিতে আছে। শুদ্ধি অভিযানের কোন শিথিলতা নেই।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন বিএনপি এখন নালিশ পাটি নামে পরিনত হয়েছে। তারা আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। এদেশের ইতিহাসে আছে যারা আন্দোলনে ব্যর্থ হয় তারা কোনদিন নির্বাচনে বিজয়ী হতে পারে না। আন্দোলনে বিজয়ীরাই নির্বাচনে বিজয়ী হয়।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ভোলার চরফ্যাসনে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি ভোলার বোরহানউদ্দিনে সম্প্রতি ঘটে যাওয়ায় সহিংসতার কথা উল্লেখ করে বলেন, বিএনপি শুধু ইস্যু খুঁজে বেড়ায়, তারা ওই ঘটনা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছিলো, কিন্তু তারা তা করতে পারেনি। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ঘটনার সাথে যারা জড়িত তাদের কেউ ছাড় পাবে না।

সড়ক পরিবহন ও নৌ পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এ সময় ভোলার- চরফ্যাসন টু বাবুরহাট সড়ক প্রসস্থকরণে এক হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন।
এর আগে মন্ত্রী ৪০ কোটি টাকা ব্যায়ে ৩টি গাডার ব্রীজ সহ চরফ্যাসন-বেতুয়া সড়কের উদ্ধোধন করেন।

চরফ্যাসন উপজেলা সদরের কেন্দ্রীীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত আ’লীগের সমাবেশের সভাপতিত্ব করেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
মন্ত্রী চরফ্যাশনের মনপুরার সাবেক সংদস সদস্য অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম স্যারের কবর জিয়ারত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলশ ছিদ্দিক,পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, চরফ্যাশন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ রুহুল আমিন,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি ও চরফ্যাশন উপজেলা আ’লীগ সহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।

সমাবেশের পরিচালনা করেন, চরফ্যাশন পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT