মহাসড়কে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতে দন্ড আদায়
হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা রবিবার রাত ১১:৫৫, ২৭ আগস্ট, ২০২৩
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গৌরীপুর অংশে বাস থামিয়ে যানজট সৃষ্টি ও সর্বসাধারণের কৃত্রিম ভোগান্তি সৃষ্টি করায় বিভিন্ন যাত্রীবাহী পরিবহনের চালককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (২৭ আগস্ট) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে কয়েকটি যাত্রীবাহী চালককে মহাসড়কে কৃত্রিম যানজট ও জনগণের চলাচলে দুর্ভোগ সৃষ্টি করাসহ, চালকের লাইসেন্স এর মেয়াদোত্তীর্ণ ও মোটরসাইকেল চালকের হেলমেট না থাকায়
২৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার করায় সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেন—সহকারী পরিদর্শক(এসআই) সুদর্শন কান্তি দে।