ঢাকা (সকাল ৯:০৩) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জ ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হবে চলতি মাসের শেষ সপ্তাহে

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন

এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ Clock শুক্রবার বেলা ১২:৩৬, ১২ মে, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজধানী ঢাকাগামী ম্যাংগো স্পেশাল ট্রেন চলতি মাসের
শেষ সপ্তাহে চালু হতে পারে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ
কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) সুজিত কুমার বিশ্বাস। বৃহস্পতিবার (১১ মে)
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে আমচাষী, ব্যবসায়ী ও স্থানীয়
সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা শেষে এই তথ্য জানান তিনি।

এর আগে আমচাষী, ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকরা চলতি মাসের ২০ মে থেকে
ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর দাবি জানায়। এর প্রেক্ষিতে পশ্চিমাঞ্চল
রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) সুজিত কুমার বিশ্বাস বলেন,
আজকে (বৃহস্পতিবার) সকলের মতামত নেয়ার জন্যই এখানে এসেছিলাম। আমচাষী ও
ব্যবসায়ীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা
সাপেক্ষে ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর দিন তারিখ নির্ধারণ করা হবে। তবে
অবশ্যই স্থানীয়দের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে তবেই ট্রেন চালু করা হবে।

এ সময় তিনি আরও বলেন, গত বছর ম্যাংগো স্পেশাল ট্রেনে কেজি প্রতি আম
পাঠাতে খরচ হয়েছে এক টাকা ৩১ পয়সা। আশা করছি এবারও তাই থাকবে। স্থানীয়দের
দাবির প্রেক্ষিতে ম্যাংগো স্পেশাল ট্রেনে কোচ সংখ্যা বাড়ানো হবে। এছাড়াও
জনসাধারণকে ম্যাংগো স্পেশাল ট্রেনে আম পরিবহনের জন্য উদ্বুদ্ধ করতে এ বছর
বিভিন্ন উদ্যোগ নেয়া হবে। ট্রেন চালুর আগে ব্যাপক হারে বাজারে বাজারে
মাইকিং ও লিফলেট বিতরণ করা হবে। এছাড়াও বিভিন্ন নিরাপত্তার বিষয়টি
বিবেচনায় নিয়ে আম বুকিংকারীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আম বুকিং
করা হবে।

ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হবে চলতি মাসের শেষ সপ্তাহে

সভায় আমচাষী ও ব্যবসায়ী আব্দুল আহাদ জানান, আমরা প্রত্যেক বছর ম্যাংগো
স্পেশাল ট্রেনে আম পাঠায়। খরচ কম ও কম সময়ে আম পরিবহন সম্ভব হওয়ায় এতে
সুবিধা হয়। তবে কয়েক দিনের জন্য চালু না রেখে পুরো আম মৌসুমে এই ট্রেন
চালু রাখার দাবি জানান তিনি।

সভায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের মাস্টার মো. ওবাইদুল্লাহসহ রেলওয়ের
বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন থেকে
ম্যাংগো স্পেশাল ট্রেনটি ছেড়ে পথিমধ্যে আমনুরা জংশন, চাঁপাইনবাবগঞ্জ
রেলস্টেশন, কাঁকনহাট, রাজশাহী, সারদা রোড, আড়ানী, আব্দুলপুর, বঙ্গবন্ধু
সেতু পশ্চিম, জয়দেবপুর হয়ে ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে। ম্যাংগো
স্পেশাল ট্রেনে শুধু আম নয়, আমের সঙ্গে শাকসবজিসহ অন্যান্য ফলমূলও পরিবহন
করা যাবে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে রাজধানীগামী ম্যাংগো স্পেশাল ট্রেনটি
চালু হয় ২০২০ সালের ৫ জুন। ওই বছরের ২১ জুলাই পর্যন্ত চলা ম্যাংগো
স্পেশাল ট্রেনে আম পরিবহন হয় ১ লক্ষ ৬৭ হাজার ৮২ কেজি। এতে রাজস্ব আয় হয়
২ লক্ষ ১১ হাজার ৪৫৮ টাকা। দ্বিতীয় বারের মতো ২০২১ সালের ২৭ মে ট্রেনটি
চালু করা হয়। সেই বছর আম পরিবহন করা হয় ২ লক্ষ ৩৬ হাজার ৯৭৩ কেজি। রাজস্ব
আদায় হয় ১৩ লক্ষ ৪৪ হাজার ৯২০ টাকা। সর্বশেষ গত বছর ম্যাংগো স্পেশাল
ট্রেনে মোট ১ লক্ষ ৪৮ হাজার ২৫৫ কেজি আম পরিবহন করা হয়। এতে ১ লক্ষ ৭৫
হাজার ৬৩৪ টাকা আয় হয়েছিল।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT