৫০০ কোটির সম্পদের খবরের প্রতিবাদ জানালেন মাশরাফি
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার সকাল ০৯:২৯, ১ নভেম্বর, ২০২২
সম্প্রতি ভারতের একটি অনলাইন পোর্টালে বাংলাদেশি ক্রিকেটারদের সম্পদের হিসাব প্রকাশ করা হয়। যাতে বলা হয়েছে, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৫০০ কোটি টাকার সম্পদের মালিক। যদিও এর কোনো তথ্যসূত্র দিতে পারেনি পোর্টালটি। সেই পোর্টালের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের কিছু অনলাইন পোর্টাল মাশরাফির সম্পদ নিয়ে খবর প্রকাশ করে।
যেটার প্রতিবাদ জানিয়েছেন মাশরাফি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে মাশরাফি লিখেছেন, ভিনদেশী কোনো হাবিজাবি স্বস্তা ওয়েবসাইট বা ফেসবুক পেজ তাদের মনগড়া যা ইচ্ছা লিখতেই পারে। সেসবকে পাত্তা দেওয়ার কিছু নেই। কিন্তু তাদেরকে সূত্র ধরে নিয়ে যখন আমাদের দেশের নানা ওয়েবসাইট যা ইচ্ছা তাই লিখে দেয়, তখন দুঃখ লাগে বটে!
দেশের একজন মানুষকে নিয়ে লেখা হচ্ছে, আপনারা চাইলেই তো খোঁজ-খবর নিতে পারেন। তা না করে উল্টো তাদের উদ্ভট নিউজের সূত্র ধরে আপনারা নিউজ করছেন। সাংবাদিকতার নীতি-নৈতিকতার ন্যূনতম চর্চা নাহয় করলেন না, অন্তত নিজেদের এতটা সস্তা হিসেবে তুলে ধরতেও তো বিবেকে নাড়া দেওয়া উচিত…!