বাধা ঠেলে খুলনামুখী বিএনপির কর্মীরা
নিজস্ব প্রতিনিধি শুক্রবার সকাল ১০:০৮, ২১ অক্টোবর, ২০২২
বাধাবিপত্তি ঠেলে খুলনার দিকে রওনা হয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। বিভাগের আশপাশের বিভিন্ন জেলার নেতা-কর্মীরা গতকাল বৃহস্পতিবার খুলনা অভিমুখে যাত্রা করেছেন। কোথাও কোথাও চিড়া, গুড়-মুড়ি নিয়ে ট্রেনে, বাসে চড়ে বসেছেন কর্মীরা। বাস বন্ধের ঘোষণায় অনেক স্থান থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে তাঁরা গণসমাবেশের এক দিন আগেই খুলনা শহরে পৌঁছাচ্ছেন।
আগামীকাল শনিবারের গণসমাবেশে যোগ দেওয়া ঠেকাতে বিভিন্ন স্থানে পুলিশ পুরোনো মামলায় নেতা-কর্মীদের ধরপাকড় করছে বলে অভিযোগ করেছে বিএনপি। গত দুদিনে যশোরে বিএনপির ৪৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে আওয়ামী লীগ আজ শুক্রবার খুলনায় পাল্টা বড়সড় সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে। সরকারের উন্নয়ন প্রচারে বিকেলে খুলনায় সমাবেশ ও মিছিল করবে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।
এর আগে চট্টগ্রাম ও ময়মনসিংহে বিএনপির গণসমাবেশে জনসমাগম ঠেকাতে বাধা এসেছিল। চট্টগ্রামের সমাবেশে আসার পথে বিক্ষিপ্ত হামলা ও বাধার ঘটনা ঘটে। ময়মনসিংহে সড়কপথে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।
আর এবার খুলনায় গণসমাবেশের দুদিন আগেই বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা। এমন ঘোষণার পর বিএনপি নেতা-কর্মীরা উল্টো দলে দলে ভাগ হয়ে খুলনা অভিমুখে যাত্রা শুরু করেছেন।
কর্মসূচিতে যত বাধা আসবে, ততই আন্দোলনে সফলতা আসবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, চলমান আন্দোলন বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য নয়। যারা গণতন্ত্রে বিশ্বাসী না তাদের হটানোর আন্দোলন। গতকাল সন্ধ্যায় খুলনা নগরের কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে খুলনা বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।