ঢাকা (রাত ১:২২) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বিদ্যূৎস্পৃষ্ট হয়ে খুটিতেই প্রান গেল এক শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০৮:২৭, ৩ অক্টোবর, ২০১৯

কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধিঃ ভোলার দৌলতখান উপজেলায় বিদ্যূৎ লাইনের সংস্কার কাজ করার সময় বিদ্যূৎস্পৃষ্ট হয়ে মো. রতন (৩২) নামের এক শ্রমিক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরখলিফা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রতনের বাড়ি মানিকগঞ্জ জেলায়। সে ভোলা পল্লী বিদ্যূৎ সমিতির কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সকালে রতন দৌলতখান পৌরসভার চরখলিফা মাদ্রাসা সংলগ্ন এলাকায় বিদ্যূৎ লাইন মেরামতের জন্য খুটিতে উপরে উঠে। এ সময় ভূল বসত ওই লাইনটি চালু হয়ে যায়। এতে সে বিদ্যূৎপৃষ্ট হয়ে খুটির উপরেই মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। স্থানীয়রা আরও জানায়, একটি লাইন চালু করার পরিবর্তে ভুলবশত ওই লাইনটি চালু করলে বিদ্যূতস্পৃষ্ট হয়ে খুটির উপরেই নিহত হয় রতন।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT