ঢাকা (সন্ধ্যা ৭:০৮) সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে সার সরবরাহের নির্দেশনা প্রদান

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার রাত ০২:৪৬, ২৯ আগস্ট, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে সার পাচার রোধ ও প্রান্তিক কৃষকের জন্য ন্যায্যমূল্যে সার সরবরাহ, ক্যাশ মেমো ও উপযুক্ত ঠিকানা ছাড়া সার না বিক্রি করতে নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার (২৮ আগস্ট) বিকালে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশনা দেয়া হয়। ওই সভায় সার ডিলার ও খুচরা সার বিক্রেতাদের প্রতি মনিটরিং জোরদার ও কোন অনিয়ম হলে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।

উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-সহকারী কমিশনার (ভূমি) নিকহাত আরা, সদস্য সচিব উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালামা আক্তার রুবি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ আব্দুল হালিম সিদ্দিকী, জাতীয় সংসদ সদস্যের কৃষি বিষয়ক প্রতিনিধি শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি মোক্তার উদ্দিন চৌধুরী, জেলা সার ডিলার সমিতির সাবেক সাধারণ সম্পাদক রতন সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফ আহাম্মদ প্রমুখ।

সভায় সকল বিসিআইসি সার ডিলার, বিএডিসি সার ও বীজ ডিলার এবং উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT