সাঘাটায় খাদ্যগুদাম কর্মকর্তাকে মারপিটের ঘটনায় ৪ মিলারের বিরুদ্ধে মামলা
আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা রবিবার রাত ০৮:১২, ২১ আগস্ট, ২০২২
গাইবান্ধার সাঘাটা উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তাকে শারিরিকভাবে মারপিট করার ঘটনায় ৪ জনকে আসামী করে সাঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে।
মারপিটের শিকার খাদ্য পরিদর্শক ও ভার প্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা জিয়াউর রহমান বাদী হয়ে; গত শুক্রবার এই মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন-মেসার্স সিপন চাউল কল মালিক মশিউর রহমান, মেসার্স সাইফ চাউল কল মালিক মোকসেদুর রহমান, মেসার্স মায়া চাউল কল মালিক মফিজল হক ও মেসার্স মা-বাবার দোয়া চাউল কল মালিক জহিরুল ইসলাম।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান মামলা দায়ের এর কথা স্বীকার করে জানান, ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হবে।
মামলার সূত্রে জানা গেছে, মেসার্স সিপন চাউল কল মালিক মশিউর রহমান খাবার অনুপোযোগী নিন্মমানের ৩৭ মে:টন ৪৮০ কেজি চাল গুদামজাত করার জন্য; গত ১৬ আগষ্ট উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা জিয়াউর রহমানকে চাপ প্রয়োগ করে। এতে নিম্নমানের চাল সংরক্ষণে জিয়াউর রহমান অস্বীকৃতি জানালে; চাউর কল মালিক মশিউর রহমান সহযোগিদের নিয়ে অফিসের ভিতর তাকে মারপিট করে।
এদিকে ৫টি খাদ্য গুদাম সিলগালা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন খাদ্য গুদাম গুলো সিলগালা করেন।
এসময় গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক, সাঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) এ এইচ এম তৌহিদুল্লাহ, গাইবান্ধা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখখারুল ইসলাম, সদর খাদ্য পরিদর্শক সবুজ মিয়া উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, গুদামের সংরক্ষিত চালের নিরাপত্তার স্বার্থে ৫টি খাদ্য গুদাম সিলগালা করা হয়েছে।