চকবাজারে আগুনে পোড়া ভবন থেকে ৬ জনের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি সোমবার বিকেল ০৫:৫৩, ১৫ আগস্ট, ২০২২
রাজধানীর চকবাজারের কামালবাগের দেবিদ্বারঘাটেন পলিথিন কারখানায় আগুন লাগার পর ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা যায়। পরে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, তল্লাসি করে প্রাথমিকভাবে আমরা ছয়টি মরদেহ দেখতে পেয়েছি। উদ্ধার কাজ চলছে।
নিহত ছয়জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মো. শরিফ (১৫), মো. বিল্লাল (৩৫), মো. স্বপন (২২), মো. ওসমান (২৫)।
হোটেলের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি করেছেন। তারা জানান, সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন শুরুতে বিদ্যুতের ট্রান্সফরমারে যায়। সেখানে আবার বিস্ফোরণের পর প্লাস্টিকের কারখানায় আগুন লাগে।