মুদি দোকান কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বাজার পরিস্কার পরিচন্নতা অভিযান
নিজস্ব প্রতিনিধি শুক্রবার সন্ধ্যা ০৭:৪৬, ২০ সেপ্টেম্বর, ২০১৯
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, বান্দরবান প্রতিনিধিঃ ” আজকে মোদের অঙ্গিকার, শহর হবে পরিষ্কার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান বাজার মুদির দোকান কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বান্দরবান বাজার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে।
আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান বাজার মুদির দোকান কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের সামনে হতে এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে বাজারের বিভিন্ন অংশ পরিস্কার পরিচ্ছন্নতা করার পর স্হানীয় মারমা বাজারে গিয়ে এই অভিযান সমাপ্তি হয়।
এসময় বাজার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে বাজার মুদির দোকান কর্মচারী কল্যাণ সমিতির সদ্যসরা বাজারে বিভিন্ন অলিগলিতে ময়লা অাবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা করে এবং সকলকে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার রাখার জন্য অনুরোধ করেন।
পরিষ্কার পরিচন্ন কার্যক্রম শুরুর আগে প্রেসক্লাবেরর সামনে একটি সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান বাজার মুদি দোকান কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আরিফের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বান্দরবান বাজার মুদির দোকান ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি হাফেজ মোঃ আজিজুল হক। এসময় আরো উপস্হিত ছিলেন বান্দরবান বাজার মুদির দোকান ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক রিমন কান্তি দাশসহ সভাপতি মোঃ নুর আলম, বান্দরবান বাজার মুদির দোকান কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুর আলম, বাংলাদেশ কেমিষ্ট এণ্ড ড্রাগিষ্ট সমিতির বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক নিমূর্ল কান্তি দাশ,বান্দরবান মাছ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ প্রমুখ।