ঢাকা (রাত ৯:৪৯) বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহিদদের স্মরণে লোহাগড়ায় স্মরণসভা অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে দুই ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীরের শপথ গ্রহণ Meghna News সুশিক্ষিতরাই জাতিকে আঁধার থেকে আলোর পথে নিয়ে যায় : আব্দুস সাত্তার Meghna News গৌরীপুরে তিনটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধনে কারামুক্তি ও চাকুরি প্রাপ্তির দাবী Meghna News গৌরীপুরে অগ্নিকান্ডে অবৈধ তেলের গোডাউনসহ বাসাবাড়ি-দোকানপাট ভস্মিভূত Meghna News চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Meghna News আইনজীবী সাইফুলের জানাজায় মানুষের ঢল, যা বললেন আজহারী Meghna News ‘সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে পার্শ্ববর্তী দেশ’ Meghna News ইসকন জ-ঙ্গিদের হাতে আইনজীবী সাইফুল খুন : সন্তানসম্ভবা স্ত্রীর চোখেমুখে ঘোর অমানিশা

ফাঁকা হতে শুরু করেছে রাজধানী

ঢাকা বিভাগ ২২০৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০১:৪৫, ২৮ এপ্রিল, ২০২২

রাজধানীর কারওয়ান বাজার থেকে গাবতলী, সাড়ে আট কিলোমিটারেরও বেশি। কিন্তু, গতকাল বুধবার বিকেলে একটি মাইক্রোবাসে করে যেতে সময় লাগল মাত্র ১৭ মিনিট। অথচ, অন্যান্য সময় দিনের বেলা এ পথ পাড়ি দিতে অন্তত এক ঘণ্টা লেগে যায়। যদিও গাবতলী গিয়ে দেখা গেল বাসের জটলা।

কারওয়ান বাজার-ফার্মগেট মাড়িয়ে শ্যামলী হয়ে গাবতলী, এই একই পথ ধরে ফেরার সময়ও লাগলো ২০ মিনিটের মতো। তবে, কারওয়ান বাজারে এসে একটি বড় সিগন্যালের দেখা মিলল। কোথাও কোথাও হালকা জটলার খবরও মিলছে।

ঢাকার জজ কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায় তার পেশাগত কাজ শেষে সদরঘাটের রায়সাহেব বাজার থেকে দুপুর ১টা ৫ মিনিটের দিকে রওনা দিয়ে কারওয়ান বাজার এসে পৌঁছান ১টা ৩৫ মিনিটে। শুভ্র সিনহা বলেন, অন্যদিনের দুঘণ্টার পথ, আজ ৩০ মিনিটে এলাম। আজকেই মনে হচ্ছে, ঢাকা ফাঁকা হতে শুরু করেছে। মানুষজন ঈদে গ্রামে যেতে শুরু করেছে।

এদিকে ঢাকার মাতুয়াইল এলাকা থেকে পুরান ঢাকায় যাচ্ছিলেন সাব্বির রহমান। তিনি দেখেন রাস্তায় বেশ যানজট। সেখান থেকে তিনি কারওয়ান বাজার আসেন। কথা প্রসঙ্গে বললেন, মানুষজন গ্রামে যেতে শুরু করেছে বলে মনে হচ্ছে। সেজন্য, কোথাও কোথাও যানজট দেখা গেছে।

তবে, গাবতলীর হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে গিয়ে জানা গেল ভিন্ন তথ্য। কাউন্টারের ম্যানেজার নাফিজ আশরাফ বললেন, বৃহস্পতিবার রাত থেকে বাসের আর কোনো সিট ফাঁকা নেই। সব বুকিং হয়ে গেছে। কিন্তু, বুধবার দুপুর ২টার সময় যে বাস ঢাকা ছেড়ে গেল; সেখানে ৬ জন যাত্রী কম ছিল। সকালের একটি বাসে চারটি সিট ফাঁকা ছিল। সাধারণত ঈদের সময় কিন্তু এমন হয় না।

তবে, ভিন্ন চিত্র দেখা গেল সেলফি পরিবহণে। গাবতলীতে সারি সারি দাঁড়িয়ে ছিল পরিবহণ কোম্পানিটির বাস। একটির পর আরেকটি ছেড়েই যাচ্ছে। বাসস্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে দেখা যায়, প্রতি তিন থেকে চার মিনিট পর পর একটি করে বাস ছাড়ছে। গাবতলী থেকে আরিচা ফেরিঘাট ভাড়া রাখা হচ্ছে ১৫০ টাকা।

সেলফি পরিবহণের চালকের সহকারী মামুন হোসেন বলছিলেন, ভাড়া আগের মতোই আছে। কিন্তু যাত্রী বাড়ছে। মানুষ একটু কষ্ট করে হলেও সরাসরি বাসে না গিয়ে কেটে কেটে যেতে চান। তাতে করে ফেরিতে অনেক সময় বসে থাকতে হয় না। এখন তিন মিনিট পর পর বাস ছাড়ছে এখান থেকে। তবে সকালে একবার ফেরিঘাট থেকে ঢাকায় আসার সময় মাত্র সাত জন যাত্রী নিয়ে আসছি। আর টুকটাক কিছু লোকজন উঠেছে-নেমেছে।

কল্যাণপুরের এসপি গোল্ডেন লাইন কাউন্টারের ম্যানেজার বাবু বলেন, বুধবার থেকে মানুষজন বেশি যাচ্ছে। এর আগে পরিবারের নারী ও শিশুরা বেশি বেশি ঢাকা ছেড়েছে জ্যামের ভয়ে। বৃহস্পতিবার থেকে মোটামুটি পুরোপুরি জ্যাম লেগে যাবে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT