ঢাকা (বিকাল ৩:৩৭) রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুকুর বলে সম্মোধন করায় ছয়জনকে কামড়

জেলা সংবাদ ২২১৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার ১২:১৬, ২৪ এপ্রিল, ২০২২

নাম বিকৃত করে “কুকুর” বলে ডাকায় পটুয়াখালীর দুমকি উপজেলায় প্রতিপক্ষের ছয়জনকে কামড়ে জখম করার অভিযোগ উঠেছে কালাম সর্দার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম ঝাটরা গ্রামে ঘটনাটি ঘটে।

আহতরা হচ্ছেন- ওই গ্রামের সাত্তার শিকদারের স্ত্রী মাসুদা বেগম (৫০), মেয়ে সুমাইয়া আক্তার (২০), ছেলে আল-আমিনের ছয় মাসের শিশুপুত্র রাইয়ান, সাইদুল শিকদারের ছেলে শাকিল (১৪), আনোয়ার শিকদারের স্ত্রী লাভলী (২৭) ও সুলতান শিকদারের ভাগনে কাজল হোসেনের মেয়ে তাসমিম (১২)। আহত সবাই দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিকেলে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিবেশি বাবুল হাওলাদারের দশ বছরের ছেলে তাকে “কুত্তা কালাম” বলে ডাক দেয়। এরপর নিজের বাড়িতে গিয়ে বিষয়টি জানান কালাম। জমিজমা নিয়ে বিরোধ থাকায় সাত্তার শিকদার ও আনোয়ার শিকদারের পরিবার ওই ছেলেকে এ কথা বলতে শিখিয়ে দিয়েছে বলে সন্দেহ করেন তারা। এরপর তারা দলবলে সাত্তার শিকদার ও আনোয়ার শিকদারের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় কালাম সর্দার দুই পরিবারের ছয়জনকে কামড়ে আহত করেন।

আনোয়ার শিকদারের স্ত্রী লাভলী বেগম বলেন, পাশের বাড়ির এক ছেলে কালাম সর্দারকে গালি দিলে তিনি ক্ষিপ্ত হন। ধারণা করেন, এটা ওই ছেলেকে আমরা শিখিয়ে দিয়েছি। তাই বসতঘর ভাঙচুরসহ আমাদের ছয়জনকে কামড়ে আহত করেছে।

তবে অভিযুক্ত কালাম সর্দারের পরিবারের সদস্যরা কামড় দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

এদিকে, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিজান সর্দার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সালাম ও কালামের পরিবার অত্যন্ত খারাপ। এর আগেও তারা মৌলভী আ. বারী, খালিদ হোসেন ও সোবহান সর্দারকে কামড় দিয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT