ঢাকা (সকাল ১১:৪২) রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News খেলাধুলাকে কেন্দ্র করে বাকবিতন্ডা, ককটেল বিষ্ফোরণে আহত ২ Meghna News চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিন বন্ধের পর আবারো শুরু হয়েছে আমদানী রপ্তানী Meghna News সাঘাটায় পূর্ব শত্রুতার জের ধরে পথ রোধ করে মারপিট Meghna News গৌরীপুর মহিলা কলেজের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন তানজীন চৌধুরী Meghna News চাঁপাইনবাবগঞ্জে কাল থেকে চালু হচ্ছ বন্ধ থাকা আমদানী রপ্তানী Meghna News ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও ছেলে গ্রেপ্তার Meghna News আ.লীগকে প্রশ্রয় না দেয়ার আহ্বান জানিয়েছে হাফেজ আজিজুল Meghna News শুভ জন্মদিন স্বপ্নের নায়ক সালমান শাহ Meghna News প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত Meghna News শহিদুল-বেনজিরের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

উদ্বোধন হলো পুলিশের সার্ভিস ডেক্স; পুলিশের নির্মিত বাড়ি হস্তান্তর

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার রাত ০২:২২, ১১ এপ্রিল, ২০২২

মুজিববর্ষে বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেক্স স্থাপন ও প্রতি থানায় গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘর হস্তান্তর করা হয়।

গতকাল রোববার সকাল ১১ টায় পুলিশের এ মানবিক কর্মসূচী উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ কর্মসূচীর উদ্বোধনকালে ময়মনসিংহের গৌরীপুর থানায় উপস্থিত ছিলেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী, ওসি (তদন্ত) মনিরুজ্জামান মজুমদারসহ থানার অন্যান্য কর্মকর্তাগণ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।

এ সময় গৌরীপুর উপজেলায় গৃহহীন বিধবা জুবেদা খাতুনের কাছে ঘর হস্তান্তর করেন গৌরীপুর থানা পুলিশ। তার বাড়ি উপজেলার মাওহা ইউনিয়নের রামকৃষ্ণপুর (বড়ইকান্দা) গ্রামে। তিনি মৃত মনফর আলীর স্ত্রী।

ঘর পেয়ে জুবেদা খাতুন জানান, তিনি অত্যন্ত আনন্দিত। তার স্বামী ও ছেলে-মেয়ে না থাকায় তিনি এতোদিন মানুষের বাড়ি বাড়ি থেকেছেন। এখন তিনি ঘর পেয়ে অত্যন্ত আনন্দিত ও খুশি। মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এবং সবার জন্য দোয়া করেছেন।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান এ মানবিক উদ্যোগের বিষয়ে জানান, এ কর্মসূচির আওতায় ৫১৯টি থানায় ১৩ কোটি টাকা ব্যয়ে ৫২০টি গৃহ নির্মাণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৪০০ গৃহ হস্তান্তর করা হয়েছে। ৪১৫ বর্গফুট আয়তনের দৃষ্টিনন্দন প্রতিটি গৃহ পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে।

গৌরীপুরে বিধবা নারী জুবেদা খাতুনকে এ ঘর উপহার প্রদান করা হয়েছে। এছাড়াও গৌরীপুর থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য যে সার্ভিস ডেক্স চালু করা হয়েছে তা থেকে অসহায় মানুষ সেবা পাবে।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT