চাঁপাইনবাবগঞ্জে কয়েকটি গ্রামে শুরু হয়েছে রোজার আনুষ্ঠানিকতা
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ রবিবার ১২:৪২, ৩ এপ্রিল, ২০২২
বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে রোজার আনুষ্ঠানিকতা। আর সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুরু হয়েছে এই আনুষ্ঠানিকতা। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন।
গত শুক্রবার (১ এপ্রিল) তারা তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেন।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মোমিনটোলা ও চরবাগানপাড়া, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট, রাধানগর ও ছিয়াত্তর দিঘি এবং গোমস্তাপুর উপজেলার কয়েকটি গ্রামের কিছু পরিবার ইসলামের জন্য খ্যাত নগরী বা দেশ সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখা শুরু করেছেন।
এ বিষয়ে সদর উপজেলার দেবিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান জানান, দেবিনগরের মোমিনটোলা ও চরবাগানপাড়াসহ কয়েকটি পাড়ার কিছু পরিবার প্রতিবছরই সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখেন। আর এ বছরও তারা গত শুক্রবার তারাবির নামাজ আদায়ের মাধ্যমে রোজা শুরু করেছেন।
বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. এনামুল হক জানান, মূলত আহলে হাদিস অনুসারী কিছু পরিবারের মানুষ দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখেন এবং ঈদের নামাজ আদায় করেন। বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের গুটি কয়েক পরিবার এ বছর রোজা রেখেছেন। তবে গ্রামের সবাই যে রোজা রেখেছেন বিষয়টি এমন নয়।
তবে ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মাহমুদার রহমান বলেন, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রোজার আনুষ্ঠানিকতা শুরু হলেও বাংলাদেশে সাধারনত একদিন পর রোজা রাখা আরম্ভ হয়। তারপরও আহলে হাদিসের অনুসারী কিছু পরিবার পবিত্র মক্কা নগরী সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র রোজা রাখা শুরু করেন এবং এ বছরেও তার ব্যতিক্রম হয়নি।
দেশের অনেক জায়গাতেই এই ধারাবাহিকতায় রোজা ও ঈদের নামাজ আদায় করেন কিছু মানুষ। তবে এ বছর কোথায় কোথায় মিল রেখে রোজা রাখা শুরু হয়েছে, তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।