ঢাকা (রাত ১২:৪৪) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


উলিপুরে গণপিটুনীতে ১ গরু চোর নিহত

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বৃহস্পতিবার রাত ০৮:২৮, ১০ মার্চ, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে গণপিটুনীতে অজ্ঞাত ৬০ বছরের এক গরু চোর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) রাত ১ টার দিকে ব্রহ্মপুত্র নদ বেষ্ঠিত উপজেলার সাহেবের আলগা ইউনিয়েনে চর গুজিমারী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ওই গ্রামের বজরু মুন্সির পুত্র মকবুল হোসেনের গোয়াল ঘরে তিন ব্যক্তি গরু চুরি করতে প্রবেশ করে। রাতে মকবুল হোসেন বোরো ক্ষেতে পানি নিয়ে বাড়িতে ঢুকেই চোরের উপস্থিতি বুঝতে পারেন। এসময় তার ডাক চিৎকারে দুই জন পালিয়ে যেতে সক্ষম হলেও অজ্ঞাত ব্যক্তি (৬০)কে ধরে ফেলেন তিনি।

পরে এলাকাবাসীর গণপিটুনীতে তার দুই হাত ও বাম পা ভেঙে যায়। দূর্গম চরাঞ্চল হওয়ায় রাতেই তাকে হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মকবুল হোসেন বলেন, রাতে জমিতে পানি নিয়ে বাড়িতে এসে দেখি কে বা কাহারা গোয়াল ঘরে ঢুকেছে। এসময় চোর চোর চিৎকার করলে দু‘জন পালিয়ে যায়। একজনকে ধরে ফেলি। পরে চারদিক থেকে লোকজন এসে গণপিটুনী দেয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, হাসপাতালে নেয়ার আগেই মারা যান তিনি।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাড়ির মালিকসহ তিন জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT