শিবগঞ্জ সীমান্তে হেরোইন ও ইয়াবা উদ্ধার
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ শুক্রবার রাত ০১:০০, ৪ মার্চ, ২০২২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ও তেলকুপি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে আমদানী নিষিদ্ধ মাদক হেরোইন ও ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বুধবার ও বৃহস্পতিবার এইসব মাদক উদ্ধার করে ৫৯ বিজিবি।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির নায়েব সুবেদার মো. সাইফুর রহমানের নেতৃত্বাধীন টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৫-এস হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাটুলপাড়ায় অভিযান পরিচালনাকালে দুইজন চোরাকারবারীকে দেখতে পাই।
এ সময় দুপুর ৩টায় টহল দল তাদের ধাওয়া করলে একটি ব্যাগ ফেলে চোরাকারবারীরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে তাদেও ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১৪ লক্ষ ৪০ হাজার টাকার ৭২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এদিকে অপর এক অভিযানে একই ব্যাটালিয়নের তেলকুপি বিওপির নায়েব সুবেদার মো. আবু হানিফের নেতৃত্বাধীন টহল দল বুধবার দিবাগত রাত সোয়া ৯টায় সীমান্ত পিলার ১৮০/৯-এস হতে ২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে পাগলা নদীর পাড় এরাকায় অভিযান পরিচালনাকালে ৩জন চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৫ লক্ষ ৬৪ হাজার টাকার মোট ১৮৮০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত হেরোইন ও ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান অধিনায়ক।