ঢাকা (সকাল ৭:১১) শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত

সেলিম রেজা,ঠাকুরগাঁও সেলিম রেজা,ঠাকুরগাঁও Clock বৃহস্পতিবার রাত ০২:২৯, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

ঠাকুরগাঁও জেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি বুধবার জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হল মাঠ প্রাঙ্গনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে প্রদর্শনী উপলক্ষে চেক বিতরণ ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিতে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি, ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আবুল কালাম আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মো: শাহরিয়ার মান্নান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুজামান সুনাম প্রমুখ।

এছাড়াও একমি, রেনেটা, এস কে এফ, টেকনো, ভিশন, এলবিয়ন, সহ বিভিন্ন ভেটেরিনারি কোম্পানির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে জেলার বিভিন্ন উপজেলার ৫২টি স্টল অংশগ্রহন করে। পরে অংশগ্রহনকারীদের মাঝে সম্মাননা সনদ প্রদান, বিজয়ী স্টল মালিক ও সফল খামারীদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT